গাজায় ফেলা হয়েছে ৩২ হাজার টন বিস্ফোরক, অর্ধেক বাড়িঘর ধ্বংস

প্রথম আলো গাজা প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৩, ২২:১১

ফিলিস্তিনের গাজায় এক মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের বিরামহীন হামলায় অর্ধেকের বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। প্রায় ৪০ হাজার বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। এক বিবৃতিতে গাজার তথ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। এর আগে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি গত বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, এক মাসে গাজায় ৫০ শতাংশ ঘরবাড়ি ধ্বংস হয়েছে।


সহকারী মহাসচিব ও আরব রাষ্ট্রের জন্য জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির আঞ্চলিক ব্যুরোর পরিচালক আবদুল্লাহ আল দারদারি এবং পশ্চিম এশিয়ার অর্থনৈতিক ও সামাজিক কমিশনের নির্বাহী সচিব রুলা দাশতি গত বৃহস্পতিবার এক যেৌথ সংবাদ সম্মেলনে গাজার এক মাসের ধংসযজ্ঞের এ চিত্র তুলে ধরেন।


এ বিষয়ে গতকাল গাজার তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক হিসাব অনুযায়ী, আবাসন ও অবকাঠামো খাতের প্রতিটিতে ২০০ কোটি ডলার করে ক্ষতি হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও দাবি করা হয়, ৭ অক্টোবর হামলা শুরুর পর গাজায় এ পর্যন্ত ৩২ হাজার টন বিস্ফোরক ফেলেছে ইসরায়েলি বাহিনী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও