ইউক্রেইনে রাশিয়ার বিমান হামলায় নিহত ৪
ইউক্রেইনের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার দেশটিজুড়ে অনেকগুলো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত চার বেসামরিক নিহত, অনেকগুলো আবাসিক ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র মধ্যাঞ্চলীয় শহর পোলতাভার একটি আবাসিক ভবনে আঘাত হানে, এতে তিনজন নিহত ও একটি শিশুসহ ১০ জন আহত হন।
সামাজিক মাধ্যম টেলিগ্রামে মন্ত্রণালয়টির পোস্ট করা ছবির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ওই আবাসিক ভবনটির শীর্ষ কয়েকটি তলা চূর্ণ হয়ে গেছে আর সেখান থেকে ঘন ধোঁয়ার কুণ্ডুলি আকাশের দিকে উঠছে। দমকল কর্মী ও বহু উদ্ধারকর্মী ধসে পড়া ধ্বংসাবশেষের মধ্য দিয়ে যাচ্ছে।
উত্তরপূর্বাঞ্চলীয় খারকিভ নগরীতে ড্রোন হামলায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন, জানিয়েছেন খারকিভের মেয়র।
কর্মকর্তারা জানান, রাশিয়ার বাহিনী দক্ষিণপূর্বাঞ্চলীয় জাপোরিজিয়া শহরেও হামলা চালিয়েছে, সেখানে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিইভে যেসব হামলা হয়েছে, ইউক্রেইনের এয়ার ডিফেন্স সেগুলো প্রতিরোধ করছিল। তবে রাজধানী থেকে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তারা।