পাকিস্তানে রাতভর সংঘর্ষে ১৮ সেনাসহ নিহত ৪১

যুগান্তর পাকিস্তান প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৬

পাকিস্তানে রাতভর সংঘর্ষে ১৮ জন সেনা সদস্য ও ২৩ জন সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা।


শুক্রবার রাতভর দেশটির বেলুচিস্তান রাজ্যের কালাত জেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।


পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (ISPR) শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার দিবাগত রাতে বেলুচিস্তানের কালাত জেলার মাঙ্গোচের এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা রাস্তায় ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে। এ সময় সেনা সদস্যদের একটি দল তাদের বাধা দেয়। এতে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।


বিবৃতিতে বলা হয়েছে, বৈরী ও শত্রু শক্তির ইন্ধনে চালানো এই কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার উদ্দেশ্য ছিল বেলুচিস্তানের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করা এবং নিরীহ বেসামরিক নাগরিকদের টার্গেট করা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও