বিএনপির নির্বাচনে যাওয়া উচিত: হাফিজ
‘এক দফা’ আন্দোলনে থাকা বিএনপি বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে রাখলেও আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ করা উচিত বলে মনে করছেন দলটির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ।
তিনি এও বলেছেন, বিএনপি নির্বাচনে গেলে তিনিও ভোটে অংশ নিতে চান।
বিএনপি সরকারের এক সময়ের পানিসম্পদমন্ত্রী হাফিজের ‘নতুন দল গঠন’ এবং ‘নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা’ নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই মঙ্গলবার অবসরপ্রাপ্ত এ সেনা কর্মকর্তার সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কথা হয়।
তিনি বলেন, “আন্তর্জাতিক মধ্যস্থতায় বিএনপির নির্বাচনে যাওয়ার উচিত। বিএনপি নির্বাচনে গেলে আমি সেই নির্বাচনে অংশ নেব।”
হাফিজ নতুন দল করছেন এবং নির্বাচনে অংশ নেবেন বলে দাবি সরকারের মন্ত্রীরা করছেন- সে বিষয়ে তার বক্তব্য জানতে চেয়েছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
জবাবে এই বিএনপি নেতা বলেন, “এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না। রাজনৈতিক পরিস্থিতি আমি দেখছি…। এর বেশি কিছু এখন বলব না।”