কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দিল্লিতে হাঁটুর অস্ত্রোপচার করিয়ে দেশে ফিরলেন বিএনপির হাফিজ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৩ মার্চ ২০২৪, ২০:৩১

দিল্লির হাসপাতালে হাঁটুর অস্ত্রোপচার এবং পরবর্তী চিকিৎসা শেষে দুমাস পর দেশে ফিরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ।


বিএনপি সরকারের এক সময়ের এই পানিসম্পদমন্ত্রী বলেছেন, দুমাস আগে তার অস্ত্রোপচার হলেও পুরোপুরি সুস্থ হতে আরও মাস ছয়েক লাগবে।


রোববার সকাল পৌনে ১০টার এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দিল্লি থেকে ঢাকার নামেন হাফিজ উদ্দিন আহমেদ।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দিল্লির ফোর্টিস হাসপাতালে ২৭ ডিসেম্বর আমার হাঁটুর অপারেশন হয়। এখনো চিকিৎসার মধ্যেই আছি। ছয় মাস লাগবে ঠিক হতে। মাত্র দুই মাস গেল, এখন মোটামোটি লাঠি ভর দিয়ে হাঁটতে পারি।”


ফোর্টিস হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ অধ্যাপক কুরিন্দর বিডির তত্ত্বাবধানে তার চিকিৎসা হয়েছে বলে হাফিজ জানান।


বিমানবন্দরের ভেতরে অনেকটা সময় বসিয়ে রাখার অভিযোগ করে এই বিএনপি নেতা বলেন, “আজকে একটি মামলায় আমার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হতে হবে, সেভাবেই এসেছিলাম সকালের ফ্লাইটে। কিন্তু বিমানবন্দরে আড়াই ঘণ্টা আমাকে বসিয়ে রাখা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও