গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কা বাড়ছে

প্রথম আলো আলী ইমাম মজুমদার প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৩, ১০:৫৮

বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, তা আমাদের স্বাধীনতার চেতনার সঙ্গে যায় না। আমরা একটি স্বাধীন রাষ্ট্র চেয়েছিলাম সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠার জন্য।


আমাদের বিবেচনায় ছিল এমন একটি সরকার, যার জবাবদিহি থাকবে জনগণের সব শ্রেণির প্রতি এবং দায়বদ্ধ থাকবে গোটা জাতির প্রতি। এই চেতনা থেকেই আমরা ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগকে একচেটিয়া ভোট দিয়েছি, মেনে নিয়েছিলাম বঙ্গবন্ধুর একক নেতৃত্ব। এই ভোটের ফলাফলের আলোকেই এ দেশে স্বাধীনতার সংগ্রাম পরিচালিত হয়েছিল।


ঠিক তেমনি স্বাধীনতার পর সংবিধানপ্রণেতারা সেই চেতনার প্রতি বিশ্বস্ত ছিলেন, তাঁরা সেসব অঙ্গীকারকে বাস্তবায়নের জন্য সংবিধানে পর্যাপ্ত ব্যবস্থা নেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই যাত্রাপথে বিভিন্ন সময়ে আমাদের হোঁচট খেতে হয়েছে। এখনো তেমনটাই ঘটছে, তবে একটু বেশি মাত্রায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও