‘বিচারহীনতায়’ বাড়ছে চিকিৎসকদের ওপর হামলা-নির্যাতন
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৩, ২২:২২
দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা-নির্যাতন। সম্প্রতি রাজশাহীতে দুর্বৃত্তদের হামলায় জনপ্রিয় চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদ হত্যাকাণ্ডে নতুন করে আলোচনায় এসেছে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি।
চিকিৎসক নেতারা বলছেন, ডা. কাজেমের মৃত্যুর ছয় দিন পার হলেও এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র খুঁজে বের করতে পারেনি পুলিশ প্রশাসন। আটক হননি হত্যাকারীদের কেউ। বরং এ ঘটনায় অনেকটা অদৃশ্য নীরবতা দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে।
একইসঙ্গে বিচারহীনতার এমন সংস্কৃতির কারণে চিকিৎসকদের ওপর হামলা বাড়ছে বলেও মনে করছেন চিকিৎসক নেতারা।