মতিঝিল পর্যন্ত মেট্রোরেল: আরামবাগের সমাবেশের পথে জনস্রোত
মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন ঘিরে সমাবেশের জন্য প্রস্তুত আরামবাগ; গোটা এলাকা ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে, সকাল থেকেই ওই এলাকায় ঢল নেমেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের।
শনিবার দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও স্টেশন থেকে আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করবেন। তারপর মতিঝিল স্টেশনে আরেকটি উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তিনি মেট্রোরেলে চড়ে মতিঝিলের উদ্দেশে যাত্রা করবেন। এরপর যোগ দেবেন আরামবাগের সমাবেশে।
এই সমাবেশ সফল করতে ঢাকা মহানগরসহ আশেপাশের এলাকা থেকেও হাজির হয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী। শত শত বাস ও অন্যান্য যানবাহন নিয়ে আসা ঢাকার বাইরের নেতাকর্মীরা জমায়েত হয়েছেন আরামবাগে।