ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভে পথে পথে জট, ট্রেন বন্ধ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৪, ১২:০৩

ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে উচ্চ আদালতের নির্দেশের প্রতিবাদে মহাখালী, মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক ‘আটকে’ বিক্ষোভ দেখাচ্ছেন রিকশাচালকরা।


বৃহস্পতিবার সকাল থেকে তারা মহাখালী, মোহাম্মদপুর, আগারগাঁও, নাখালপাড়া এলাকার সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। ফলে সেসব এলাকায় যানজট তৈরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


ব্যাটারিচালিত রিকশাচালকরা সকাল ১০টার দিকে মহাখালী রেলক্রসিংয়ে অবস্থান নেওয়ায় কমলাপুরের সঙ্গে সারাদেশের ‘ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন জানিয়েছেন।


এই এলাকায় রেলক্রসিংয়ের দুই দিকে যান চলাচলও বন্ধ হয়ে গেছে।


বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, "রিকশাচালকরা সড়ক বন্ধ করে বিক্ষোভ করছেন, ঘটনাস্থলে বাড়তি পুলিশ সদস্য রয়েছেন।"


পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, “এখন পর্যন্ত মোহাম্মদপুর তিনরাস্তার মোড়, শেরেবাংলা নগরের আগারগাঁও এবং নাখালপাড়া এলাকায় সড়ক বন্ধ করার খবর পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ রয়েছে।“



মিরপুর এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকরা বিভিন্ন সড়কে খণ্ড খণ্ড মিছিল করছেন বলে জানিয়েছেন মিরপুর বিভাগের উপ কমিশনার মোহাম্মদ মাকছেদুর রহমান।


তিনি বলেন, "সকাল ১০ টার পরে মিরপুর ১০ নম্বর এলাকায় কিছু রিকশাচালক জমায়েত হয়ে মিছিল নিয়ে চলে গেছে।


এছাড়া বিভিন্ন এলাকায় ২০-৩০ জন মিলে মিছিল করে চলে যাচ্ছেন। তবে সড়কে এখনও যান চলাচল স্বাভাবিক রয়েছে।"


উচ্চ আদালত থেকে ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ আসে মঙ্গলবার।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও