
বাড়তি প্রণোদনায় রেমিট্যান্সে সুবাতাস
বাড়তি প্রণোদনায় ডলারের দাম বেশি পাওয়ায় বৈধ পথে বেড়েছে রেমিট্যান্স। সদ্য সমাপ্ত অক্টোবর মাসে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন ১৯৭ কোটি ডলার। এই অঙ্ক গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ, যা দেশীয় টাকায় প্রতি ডলার ১১০ টাকা ৫০ পয়সা ধরে প্রায় ২১ হাজার ৮৫০ কোটি টাকার বেশি। আর প্রতিদিন এসেছে গড়ে প্রায় ৬ কোটি ৩৯ লাখ ডলার বা ৭০৫ কোটি টাকা। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, ডলার-সংকট কাটাতে লোকসান দিয়ে বেশি দামে ডলার কেনার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো। প্রবাসী আয়ে সরকারের আড়াই শতাংশ প্রণোদনার সঙ্গে ব্যাংকগুলো বাড়তি আড়াই শতাংশ বেশি দামে ডলার কিনছে। এতে মোট গ্রাহকেরা ৫ শতাংশ প্রণোদনা পাচ্ছেন। ফলে বৈধ পথে দেশে রেমিট্যান্স আসছে। যার কারণে রেমিট্যান্স-প্রবাহ কিছুটা বেড়েছে। তবে চলতি মাস থেকে রেমিট্যান্স কেনার শর্ত তুলে দিয়েছে বাফেদা।