
অনাস্থার শেয়ারবাজারে সূচকে বড় উত্থান, পেছনে কি ড. ইউনূস ফ্যাক্টর
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৮ মে ২০২৫, ২০:৪৬
পতনের ধারায় থাকা পুজিবাজার হঠাৎ ঘুরে দাঁড়িয়েছে। ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে আগের দিন শেয়ারবাজারে বড় পতনের পর আজ সপ্তাহের শেষ কার্যদিবস ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার, যদিও সূচকের পুরোটা পুনরুদ্ধার হয়নি। আজ বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এতে সূচক বেড়েছে প্রায় ১০০ পয়েন্ট বা ২ শতাংশের বেশি। গতকাল বুধবার সূচকের পতন হয় প্রায় ১৫০ পয়েন্ট বা ৩ শতাংশ।
আস্থার সংকটে থাকা শেয়ারবাজারে আজকের উত্থানের পেছনের কারণ নিয়ে আলোচনা-পর্যালোচনা চলছে। বিষয়টি নিয়ে নানামুখী আলোচনা রয়েছে পুঁজিবাজারসংশ্লিষ্ট ও বিশ্লেষকদের মধ্যে। কেউ কেউ বলছেন, ভারত-পাকিস্তান সংঘাত না বাড়ায় আগের দিনের শেয়ার বিক্রির চাপ উল্টো দিকে ঘুরেছে অর্থাৎ শেয়ার বিক্রির চেয়ে কেনার প্রবণতা ছিল ব্যাপক।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- পুজিবাজার
- সূচক