
যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য বাণিজ্য চুক্তি, ‘ঐতিহাসিক’ নাকি ‘প্রতারণা’
শুল্ক নিয়ে নতুন চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে। এই চুক্তির অংশ হিসেবে নির্দিষ্ট সংখ্যক ব্রিটিশ গাড়ির ওপর আমদানি কর হ্রাস করা হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট পরিমাণ ইস্পাত ও অ্যালুমিনিয়ামও শুল্কমুক্তভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নতুন শুল্ক ঘোষণা করেছিলেন এর পরিপ্রেক্ষিতে নতুন এই ঘোষণা যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ শিল্পখাতগুলোকে কিছুটা স্বস্তি দিয়েছে।
তবে বেশির ভাগ ব্রিটিশ পণ্যের ওপর এখনো ১০ শতাংশ বেসলাইন শুল্ক বহাল থাকবে। যদিও দুই দেশের নেতারা একে গুরুত্বপূর্ণ অর্জন বলে অভিহিত করছেন। তবে বিশ্লেষকেরা বলছেন, এই চুক্তি বাস্তবে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের শর্তে বড় ধরনের কোনো পরিবর্তন আনবে না। বরং এটি মূলত ট্রাম্পের নতুন শুল্কনীতি আরোপের আগে দুই দেশের মধ্যে যে অবস্থা ছিল সেখানেই ফিরে যাওয়া হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিক কোনো চুক্তি স্বাক্ষর হয়নি এবং উভয় দেশের ঘোষণায় বিস্তারিত তথ্যও ছিল কম। যদিও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এই ঐতিহাসিক চুক্তি ব্রিটিশ ব্যবসা এবং শ্রমিকদের জন্য সুরক্ষা দিয়েছে, গাড়ি নির্মাণ ও ইস্পাতসহ গুরুত্বপূর্ণ খাতে হাজার হাজার চাকরি রক্ষা করেছে। তিনি আরও বলেন, যুক্তরাজ্যই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র।