ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদন তৈরির সময় বাড়ল ৩১ মে পর্যন্ত

প্রথম আলো প্রকাশিত: ০৯ মে ২০২৫, ১৯:০৭

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়—এমন ব্যাংকের মধ্যে যারা এখনো বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন তৈরি করতে পারেনি, তাদের নিরীক্ষা প্রতিবেদন চূড়ান্ত করার সময় বাড়ানো হয়েছে। সরকারের সঙ্গে আলোচনার পর বাংলাদেশ ব্যাংক আইনি বাধ্যবাধকতা শিথিল করে এ–সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।


গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ প্রজ্ঞাপনে জারি করে। তাতে যেসব ব্যাংক গত বছরের চূড়ান্ত নিরীক্ষা প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে জমা দেয়নি, তাদের এই প্রতিবেদন জমার সময় ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে এসব ব্যাংককে তাদের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন চূড়ান্ত করে বাংলাদেশ ব্যাংককে জমা দিতে হবে। ব্যাংকগুলো এই সময় দেওয়ার ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা থেকে ব্যাংকগুলোকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও