দেশে বসে অ্যামাজন, ওয়ালমার্টের কাজ করেন ফ্রিল্যান্সার মাহফুজুর, মাসে আয় ১০ লাখ টাকার বেশি
চাকরি করতেন একটি শিল্পগোষ্ঠীতে (গ্রুপ অব কোম্পানিজ)। চাকরিতে বেশ ভালো করছিলেন। দক্ষতা দেখিয়ে পদোন্নতি ও বেতন বৃদ্ধি দুই-ই হচ্ছিল সমানতালে। সেই ভালো বেতনের চাকরি ছেড়ে দেন। শুরু করেন তথ্যপ্রযুক্তির ফ্রিল্যান্সিং। প্রথম কাজ পেতে বেশি সময় না লাগলেও, একটি ভুলের জন্য গ্রাহককে ২ থেকে ৩ মাস প্রতিদিন ৫–৬ ঘণ্টা বিনা পারিশ্রমিকে কাজ করে দিতে হয়েছে। কিন্তু দমে যাননি কুষ্টিয়ার মো. মাহফুজুর রহমান। মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সার হিসেবে প্রথম কাজে আয় করেন ১৫ মার্কিন ডলার। এখন ৩২ জনের একটি দল নিয়ে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। গড়ে মাসিক আয় ১০ থেকে ১৫ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় ১০ থেকে ১৫ লাখ টাকা। এখন পর্যন্ত মাহফুজুর রহমান মোট আয় করেছেন ৩ লাখ ৭০ হাজার ডলার।
ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে কম্পিউটারবিজ্ঞানে স্নাতক মাহফুজুর চলতি বছর ঢাকায় অনুষ্ঠিত জাতীয় ফ্রিল্যান্সার সম্মেলনে ঢাকা বিভাগ থেকে সেরা ফ্রিল্যান্সারের সম্মাননা পেয়েছেন।