সাকিব বড্ড অচেনা
নিঃশেষিত ভাব পেয়ে বসেছিল কি? একটা হ্যাংওভার, একটা বৃত্ত থেকে যেন কিছুতেই বের হতে পারছিলেন না। যে সাকিব একসময় নিচে ব্যাটিং অর্ডারে খেলবেন না বলে হাথুরুর সঙ্গে তর্ক পর্যন্ত করেছিলেন, সেই কিনা কাল ছয় নম্বরে নামলেন। যে সাকিব বিপিএলে ইফতেখারের মতো স্পিনারকে বলে-কয়ে বাউন্ডারি হাঁকিয়েছেন, সেই সাকিব এদিন এই সাদামাটা পাকিস্তানি স্পিনারের প্রথম ১১টি বল ডট খেললেন! ক্রিজে নেমে আট বল পর প্রথম রান পেলেন। বাউন্ডারি মারার সাহস পেলেন কুড়িটি বল পর গিয়ে!
মাঠের বাইরে নানা সময়ের বিতর্ক, ফেসবুকে ট্রল, সমালোচকদের তির্যক মন্তব্য, মিডিয়ার তীর– সবকিছু যাঁর জীবনে সরল-স্বাভাবিক, কোনোকিছুতেই যাঁর আত্মবিশ্বাস তলানিতে যায়নি, সেই সাকিবই কিনা রানের খোঁজে হন্যে হয়ে পড়েছেন। আত্মবিশ্বাস এতটাই তলানিতে চলে গেছে, কোচের সান্ত্বনার বাণী, বিসিবি সভাপতির আশ্বাসের হাতছানি কোনো কিছুই আর কাজ করছে না। কেননা, তিনি তো এটা জানেনই– পথ হয়তো অনেকে দেখাতে পারবেন, কিন্তু পান্থ তো তাঁকেই হতে হবে।