কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চোট নিয়েই ভালো করার আশা তাসকিনের

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৩, ১৬:৫০

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালে চোটের কবলে পড়েছিলেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। অবশ্য কাঁধের চোটে তিনি চলমান টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ভুগছেন। নতুন করে সে ব্যথা জেগে ওঠায় সবশেষ দুই ম্যাচে তাসকিন টাইগার একাদশে ছিলেন না। তবে নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে আবারও মাঠে ফেরার কথা জানিয়েছেন এই স্পিড স্টার। 


আজ (শুক্রবার) কলকাতায় নেদারল্যান্ডস ম্যাচের আগে চোট নিয়ে তাসকিন বলেন, ‘প্রায় দুই বছর আগে কাঁধের চোট প্রথম পেয়েছিলাম দক্ষিণ আফ্রিকা সিরিজে। অনেক আগে থেকেই টেন্ডনে একটু টিয়ার (ছেঁড়া) আছে। এটা ম্যানেজ করেই সব সময় খেলেছি। এমনকি এশিয়া কাপ ও বিশ্বকাপেও এই ব্যথা নিয়েই খেলেছি। হঠাৎ ব্যথাটা বেড়ে গিয়েছিল। ম্যানেজমেন্ট, ডাক্তার, ফিজিও পরে এমআরআই করে দেখে, ভেতরে একটু ফুলে গেছে। এর জন্য কয়েকটা দিন বিশ্রামে নিয়ে এখন ভালো বোধ করছি। মনে হচ্ছে, ভালো অবস্থাতেই আছি। খেললে আরও বোঝা যাবে, কী অবস্থা হয়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও