
ভারতের পাঁচ শতাধিক প্রেক্ষাগৃহে ‘মুজিব’
এটা নিঃসন্দেহে নতুন ইতিহাস বটে। ভারতের ৫ শতাধিক প্রেক্ষাগৃহে আজ, শুক্রবার (২৭ অক্টোবর) মুক্তি পেয়েছে বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের বায়োগ্রাফি ‘মুজিব: একটি জাতির রূপকার’। বাংলাদেশের অথবা যৌথ প্রযোজনার আর কোনও ছবি ভারতের এতো সংখ্যক প্রেক্ষাগৃহে একদিনে মুক্তি পায়নি।
বিএফডিসি’র গণসংযোগ কর্মকর্তা হিমাদ্রী বড়ুয়া বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, আজ (২৭ অক্টোবর) থেকে চলতি সপ্তাহের পুরোটাজুড়ে ভারতের ৫০৩টি প্রেক্ষাগৃহে দৈনিক ৬৮২টি শো প্রদর্শিত হবে ছবিটির। এরমধ্যে মুম্বাইয়ে সর্বোচ্চ ১০৩টি হলে মুক্তি পেয়েছে ছবিটি। এরপর যথাক্রমে কলকাতায় ১০০টি ও দিল্লীর ৭৫ হলে মুক্তি পেয়েছে ছবিটি। এভাবে ভারতের মোট ১২টি অঞ্চলে ছবিটি মুক্তি পেয়েছে প্রথম সপ্তাহে।
- ট্যাগ:
- বিনোদন
- সিনেমা মুক্তি