আটক ও তল্লাশির ক্ষমতা পাচ্ছে না আনসার, বিল সংশোধনের সুপারিশ

প্রথম আলো প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৩, ২০:১১

আইনের খসড়ায় আনসার ব্যাটালিয়নকে অপরাধী আটক ও তল্লাশির ক্ষমতা দেওয়ার যে প্রস্তাব করা হয়েছিল, তাতে সংশোধনী আনার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।


আনসার ব্যাটালিয়নের সামনে কোনো অপরাধের ক্ষেত্রে ‌‘আটকের’ বদলে ‘ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা’ নেওয়ার বিধান যুক্ত করতে বলেছে সংসদীয় কমিটি। এর ফলে প্রস্তাবিত আনসার ব্যাটালিয়ন আইনে সরাসরি আটক ও তল্লাশির ক্ষমতা আনসার ব্যাটালিয়নের সদস্যদের আর থাকছে না।


আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বিলটি নিয়ে সংসদীয় কমিটির প্রতিবেদন আগামী সপ্তাহে সংসদের বৈঠকে তোলার কথা রয়েছে। সাধারণত বিলে সংসদীয় কমিটি যে সুপারিশ করে, তা শেষ পর্যন্ত রাখা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও