২২ ইঞ্চির মনিটর বেশি কিনছেন ক্রেতারা

প্রথম আলো প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৩, ১২:০৯

চলতি সপ্তাহে একাধিক কম্পিউটার বাজার ঘুরে দেখা গেছে, ২২ ইঞ্চি পর্দার মনিটর বেশি কিনছেন ক্রেতারা। তাই সপ্তাহজুড়ে বেশ ভালোই বিক্রি হয়েছে বড় পর্দার মনিটরগুলো। গত সপ্তাহে বাংলাদেশের বাজারে ইন্টেলের ১৪ প্রজন্মের নতুন ৬টি প্রসেসর এলেও সরবরাহে যথেষ্ট ঘাটতি রয়েছে। এ সপ্তাহেও সব ধরনের কম্পিউটার যন্ত্রাংশের দাম অপরিবর্তিত রয়েছে। ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে উল্লেখযোগ্য যন্ত্রাংশগুলোর দাম সংগ্রহ করেছেন তাসনিম মাহফুজ।


প্রসেসর


ইন্টেল: কোর আই ৯ (৬.০০ গিগাহার্টজ  (গি.হা.) ১৪ প্রজন্ম ৬৮ হাজার টাকা, কোর আই ৯ (৫.৮০  (গি.হা.) ১৩ প্রজন্ম ৬১ হাজার ৫০০ টাকা, কোর আই ৭ (৫.৬০ গি.হা.) ১৪ প্রজন্ম ৪৯ হাজার টাকা, কোর আই ৭ (৫.৪০ গি.হা.) ১৩ প্রজন্ম ৪৪ হাজার ৫০০ টাকা, কোর আই ৫ (৫.৩০ গি.হা.) ১৪ প্রজন্ম ৩৬ হাজার টাকা, কোর আই ৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ২৪ হাজার ৫০০ টাকা এবং কোর আই ৩ (৩.৩০-৪.৩০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৩ হাজার ৫০০ টাকা।


এএমডি: রাইজেন ৯ (৪.৫০-৫.৭০ গি. হা.) ৬৫ হাজার টাকা, রাইজেন ৭ (৪.২০-৫.০০ গি. হা.) ৫২ হাজার ৫০০ টাকা ও রাইজেন ৫ (৩.৯০-৪. ৪০) ১৩ হাজার ৫০০ টাকা।


মনিটর


এইচপি: ১৮.৫ ইঞ্চি ভি১৯ই ৮ হাজার ৮০০ টাকা, ১৯.৫ ইঞ্চি ৯ হাজার ৫০০ টাকা, ২১.৫ ইঞ্চি ১৪ হাজার ৫০০ টাকা, ২৩.৮ ইঞ্চি আই কেয়ার ২০ হাজার ৫০০ টাকা।


ডেল: ১৮.৫ ইঞ্চি ডি১৯১৮এইচ ৮ হাজার ৮০০ টাকা, ১৯.৫ ইঞ্চি ডি২০২০এইচ ৯ হাজার টাকা, ২২ ইঞ্চি এসই২২২২এইচ ১৩ হাজার টাকা, ২৪ ইঞ্চি ৩৭ হাজার ৫০০ টাকা।


এমএসআই: প্রো এমপি ২৪১ এক্স ২৩.৮ ইঞ্চি ১৫ হাজার ২০০ টাকা, প্রো এমপি২৪২সি ২৩.৬ ইঞ্চি ১৫ হাজার ৭০০ টাকা, জি২৪১২ ২৩.৮ ইঞ্চি ২৩ হাজার ৮০০ টাকা।


এলজি: ২২এমপি৪০০-বি ২২ ইঞ্চি ১০ হাজার ৩০০ টাকা, ২২এমকে৬০০এম ২১.৫ ইঞ্চি ১৪ হাজার ৫০০ টাকা, ২৪জিএন৬০আর-বি ২৪ ইঞ্চি ২৫ হাজার ৮০০ টাকা।


স্যামসাং: এস২২এফ৩৫০এফএইচএম ২২ ইঞ্চি ১০ হাজার টাকা, সি২৪এফ৩৯০এফএইচডব্লিউ ২৩.৫ ইঞ্চি কার্ভ ১৬ হাজার ৫০০ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও