You have reached your daily news limit

Please log in to continue


লিও: মিশ্র প্রতিক্রিয়া, তবু বক্স অফিসে বাজিমাত!

তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের সবচেয়ে আকাঙ্ক্ষিত সিনেমা ‘লিও: ব্লাডি সুইট’। নির্মাণ করেছেন ‘কাইথি’, ‘বিক্রম’র মতো সিনেমা বানানো লোকেশ কানাগারাজ। ফলে দর্শকের মনে আগ্রহের পারদও ছিল চরমে। যদিও গত ১৯ অক্টোবর মুক্তি পাওয়ার পর সমালোচকদের খুব একটা প্রশংসা কুড়াতে পারেনি ছবিটি।

এনডিটিভি, পিঙ্কভিলা, কইমই-সহ বিভিন্ন গণমাধ্যমে ‘লিও’ ছবিটি ৫-এর মধ্যে মাত্র ২.৫ রেটিং পেয়েছে। ছবির একমাত্র ইতিবাচক দিক হিসেবে সমালোচকরা বিজয়ের পারফর্মেন্সকে কৃতিত্ব দিয়েছেন। টাইমস অব ইন্ডিয়া থেকে অবশ্য ৫-এর মধ্যে ৩.৮ রেটিং পেয়েছে ছবিটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন