You have reached your daily news limit

Please log in to continue


‘লাইগার’ ছবির ট্রেলারে বড় চমক, বলিউড কাঁপাবে দক্ষিণের বিজয়

‘কিছুটা টাইগার, কিছুটা লায়ন। আমি ক্রশবিট, আমার নাম লাইগার!’ এরকমই সংলাপে মারকাটারি এন্ট্রি। পেশি ফুলিয়ে ভরপুর অ্যাকশন। চোখের চাউনিতেই উপচে পড়ছে রাগের আগুন! হ্যাঁ, ঠিক এইভাবেই বলিউডে পা দিচ্ছেন দক্ষিণী তারকা বিজয় দেবরকোন্ডা। ছবির নাম ‘লাইগার’, মুক্তি পাবে চলতি বছরের ২৫ আগস্ট। কিছুদিন আগে ছবির প্রথম ঝলকেই চমক দিয়েছিলেন বিজয়। আর এবার ট্রেলারে বুঝিয়ে দিলেন, বলিউডকে পকেটে পুরতে একেবারে তৈরি তিনি। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিজয় খুব বড় নাম।

বিজয়ের ছবি মুক্তি পেলেই অনুরাগীরা ঝাঁপিয়ে পড়েন। বক্স অফিস নিজের হাতের মুঠোতেই রাখেন বিজয়। ফ্যানেরা বলছেন, বলিউডেও চলবে বিজয়ের জয়যাত্রা। তারই ইঙ্গিত ‘লাইগার’ ছবির ট্রেলারে। ট্রেলারে আভাস মিলল, মুম্বাইয়ের বস্তির এক চাওয়ালা থেকে মার্কিনযুক্তরাষ্ট্রে বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতে নেওয়ার গল্প। সঙ্গে ঘাত, প্রতিঘাত, বদলা। রয়েছে প্রেম ও বিরহও। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ছবিতে বিজয় দেবরকোন্ডা ছাড়াও রয়েছে অভিনেত্রী রম্যা কৃষ্ণান। ‘লাইগার’ ছবিটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু সহ পাঁচটি ভাষায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন