সমাবেশের আড়ালে সহিংস পরিস্থিতি সৃষ্টি করলে কঠোর হস্তে দমন: ডিএমপি কমিশনার

www.ajkerpatrika.com ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩, ১৩:৩৮

সভা-সমাবেশ, মিটিং-মিছিলের আড়ালে সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। 


রাজধানীর দিয়াবাড়ীর মেট্রোরেলের উত্তর স্টেশনে আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের প্রস্তুতি প্রসঙ্গে জানতে চাইলে ডিএমপি কমিশনার এই হুঁশিয়ারি দেন। আজ থেকে এমআরটি পুলিশ মেট্রোরেলের নিরাপত্তার কাজ শুরু করেছে। এ উপলক্ষে সকালে তিনি মেট্রোরেল পরিদর্শনে সেখানে যান।


ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। শান্তিপূর্ণভাবে রাজনৈতিক সমাবেশ, মিটিং, মিছিল প্রত্যেকেরই করার অধিকার আছে। সেখানে পুলিশ নিরাপত্তাও দিয়ে থাকে।’ 


তিনি বলেন, ‘কেউ এসবের আড়ালে কোনো সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে এবং ঢাকার ২ কোটি ২৪ লাখ সম্মানিত নাগরিকের জীবন শঙ্কা, মালামালের শঙ্কা দেখা যায় এমন যেকোনো পরিস্থিতি অত্যন্ত কঠোর হোতেে দমন করা হবে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও