কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আনলিমার শেয়ারে কারসাজি কোটি টাকার ওপরে, জরিমানা লাখে

প্রথম আলো প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩, ১০:০৩

শেয়ারবাজারেতালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আনলিমা ইয়ার্নের শেয়ারদর নিয়ে কারসাজির দায়ে তিন ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ৭০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত মাসে এ জরিমানা করে।


সম্প্রতি বিএসইসির ওয়েবসাইটে জরিমানার আদেশটি প্রকাশ করা হয়েছে। তা থেকে জানা যায়, ২০২১ সালের ২৮ জুলাই থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ৩৬ কর্মদিবস কোম্পানিটির শেয়ার নিয়ে এই কারসাজির ঘটনা ঘটে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে কারসাজির ঘটনাটি উদ্‌ঘাটিত হয়।


ডিএসইর তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কারসাজির সঙ্গে জড়িত তিন ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে জরিমানা করে বিএসইসি। অভিযুক্ত ব্যক্তিরা হলেন সিফাত মাহমুদ আবদুল্লাহ, তাঁর বাবা আবুল কাশেম ভূঁইয়া ও মা শাহানারা আকতার চৌধুরী। আর প্রতিষ্ঠানটি হলো সিফাত মাহমুদের স্বার্থসংশ্লিষ্ট, নাম কেটিএস ফ্যাশনস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও