মডেল থানা নামেই মডেল, সংকট নিয়ে চলছে পুলিশি সেবা
কোনো থানাই মডেল থানা নয়, আবার সব থানাই মডেল থানা- এমন কথা খোদ পুলিশ কর্মকর্তাদের। কারণ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), ডিএফআইডি ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তায় বাংলাদেশ পুলিশ বাহিনীর আধুনিকায়নে ২০০৫ সালে যে সংস্কার কার্যক্রম শুরু হয়েছিল তা অনেকাংশেই মুখ থুবড়ে পড়েছে। এ কার্যক্রমের একটি প্রজেক্ট ছিল ‘মডেল থানা’। শত শত কোটি টাকা ব্যয়ের পর ২০১৬ সালের ডিসেম্বরে পুলিশ সংস্কার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।
মূলত দেড় যুগ আগে পুলিশ সংস্কার কার্যক্রম প্রকল্পের মাধ্যমে রাজধানীসহ সারাদেশে বেশকিছু থানাকে মডেল হিসেবে ঘোষণা করা হয়। উদ্দেশ্য ছিল পুলিশি সেবার মান বাড়ানো এবং থানায় নাগরিকসেবা সহজ করা। এ লক্ষ্যে পুলিশের কাজের দক্ষতা ও সুবিধা বাড়ানোর জন্য অপারেশন, ইন্টেলিজেন্স ও ইনভেস্টিগেশনে পৃথক টিম করে কাজ করা হয়। নারীদের জন্য পুলিশি সেবা সহজতর এবং ভুক্তভোগীদের সব ধরনের পুলিশি সেবা দিতে নানা ধরনের কাজ করা হয় এ প্রকল্পের আওতায়।