তলে তলে আপস এবং বিএনপির ‘ভগবান’ দেখা

www.ajkerpatrika.com বিভুরঞ্জন সরকার প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩, ১২:৫২

আমাদের দেশের রাজনীতিতে সংলাপ শব্দটি নতুন নয়। মাঝে মাঝে এ শব্দটি সামনে আসে, আবার হারিয়ে যায়। সংকট নিরসনে দলগুলোর মধ্যে আলোচনা বা সংলাপের বিকল্প নেই বলা হলেও বিষয়টি উপেক্ষা করতেই রাজনৈতিক নেতারা পছন্দ করেন। এবারও দেশের প্রধান দুটি রাজনৈতিক দল আগামী নির্বাচন কোন সরকারের অধীনে হবে তা নিয়ে যখন মুখোমুখি অবস্থানে, তখন আবার সংলাপের বিষয়টি সামনে এসেছে যুক্তরাষ্ট্রের প্রাক্‌-নির্বাচন পর্যবেক্ষক দলের একটি বিবৃতিকে কেন্দ্র করে।


সংলাপ প্রসঙ্গটি নিয়ে আলোচনা চললেও সংলাপ যে হবেই তা নিশ্চিত করে বলা যায় না। বিএনপি সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের হুমকি দিচ্ছে। আর আওয়ামী লীগ বলছে, বিএনপির পরিণতি শাপলা চত্বরের থেকে করুণ হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তলে তলে আপস হওয়ার কথা জানিয়েছেন। আবার বিএনপির একজন নেতা ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের মধ্যে ‘ভগবান’কে দেখতে পেয়েছেন। এই অবস্থায় দেশের মানুষ বুঝতে পারছে না, তারা আসলে কী করবে!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও