পূজার আগে ত্বকের যত্ন

সমকাল প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩, ১৬:১১

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শুরু হতে যাচ্ছে। পূজা মানেই উৎসব , মণ্ডপে মণ্ডপে ঘোরাঘুরি। পূজায় সকলেই কমবেশি মেকআপ করেন। খাওয়া-দাওয়ারও ঠিক থাকে না। এমনকী ঘুমেরও কোনও নির্দিষ্ট সময় থাকে না। আর এই সব কিছু ত্বকের উপর প্রভাব ফেলে। তাই পূজা শুরুর আগেই ত্বকের খেয়াল রাখা দরকার। এতে পূজার সময় ত্বক উজ্জ্বল দেখাবে।


ত্বক পরিষ্কার রাখুন: ত্বক পরিষ্কার রাখা ভীষণ জরুরি। ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং—ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে এই তিন ধাপ মানতেই হবে। এতে ত্বক সতেজ ও উজ্জ্বল দেখাবে। পাশাপাশি পূজার দিনে ব্রণ, ফুসকুড়ি বা র‍্যাশের সমস্যায় ভূগতে হবে না।


এক্সফোলিয়েশন জরুরি: পুজোর আগে একবার ত্বক এক্সফোলিয়েট করে নিন। এতে ত্বকের উপরিতলে জমে থাকা মরা কোষ পরিষ্কার করে হয়ে যাবে। পুজো চলাকালীনও আপনি ত্বক এক্সফোলিয়েট করতে পারেন। ইতিমধ্যে ফেসিয়াল করানোর পরিকল্পনা থাকলে আর এক্সফোলিয়েশনের দরকার নেই।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও