গেলেও অনড় থাকবে আওয়ামী লীগ

দেশ রূপান্তর প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩, ০৯:১৫

আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত মনোবল ধরে রাখাকে অগ্রাধিকার দিচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। মনোবলে চিড় ধরাবে বা দুর্বলতা ফুটে উঠবে এমন কোনো কাজই করবে না। দলটির অবস্থান হলো, দেশের মধ্যে বিরোধীদের আন্দোলন বা বিদেশি চাপ কোনো কিছুতেই টলবে না। আগামী বছরের জানুয়ারি মাস পর্যন্ত দেশজুড়ে নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে ভীষণ সতর্ক থাকবে আওয়ামী লীগ।


প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ঘনিষ্ঠ নেতারা দেশ রূপান্তরকে বলেন, মনোবল প্রশ্নে কোনো কিছুর সঙ্গেই আপস না করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন শেখ হাসিনা। নির্বাচনী লড়াইয়ে জিততে দলের লাখো-কোটি নেতাকর্মীর মনোবলকে বৈতরণী হিসেবে কাজে লাগাতে চান আওয়ামী লীগ সভাপতি। এ নিয়ে দলের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও এটাই এখন চূড়ান্ত কৌশল আওয়ামী লীগের। দলের নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে সরকারবিরোধী আন্দোলন ও বিদেশি নানামুখী চাপও গুরুত্বহীন করে উড়িয়ে দিচ্ছেন টানা তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও