নির্বাচনী ছকে রাজনৈতিক দল

দেশ রূপান্তর প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৫, ১০:৩১

চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চায় বিএনপি। সেভাবেই দলটি তাদের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। দলীয়প্রধান লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসাব্যবস্থার পরিবর্তন ও থেরাপি দেওয়ার পর তিনি নিজে নিজে হাঁটতে পারছেন। আগামী নির্বাচনে তিনিই নেতৃত্ব দেবেন এমন মনোভাব পোষণ করেছেন দলটির নীতিনির্ধারকরা।


খালেদা জিয়া দেশে থাকাকালেই বিএনপি নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছিল। সার্বিক বিষয় দেখভাল করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়ার পরামর্শে ২ শতাধিক আসনে  দলটির প্রার্থী চূড়ান্ত করে প্রস্তুতি নিতে নির্দেশনা রয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। সবুজসংকেত দেওয়া হয়েছে বিকল্প প্রার্থীদেরও। এই প্রার্থীরা নির্বাচনের জন্য  দলে নিজেদের অবস্থান সুসংহত করতে ৫ আগস্টের পর থেকেই কাজ করা শুরু করেন। জনসংযোগের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলোয় যোগ দিয়ে এবং নিজ নিজ এলাকায় প্রতিটি ইউনিটকে পুনর্গঠন করে জোরদার সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও