অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলিকে অর্থবহ সংলাপে বসিবার যে আহ্বান বাংলাদেশ সফরকারী মার্কিন প্রতিনিধি দলটি জানাইয়াছে, তাহাতে সংলাপের শর্ত হিসাবে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক মামলগুলি প্রত্যাহারের আলোচনা অনিবার্যভাবেই উঠিয়াছে। এইসবের তাড়নাতেই হয়তো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানাইয়াছেন, বিএনপি তাহাদের চার শর্ত প্রত্যাহার করিলেই কেবল সংলাপের বিষয়টি চিন্তা করিয়া দেখা যাইতে পারে। শর্ত প্রত্যাহার করিয়া সংলাপে বসিবার এই বক্তব্যও পাল্টা শর্ত বৈ কিছু নহে। ইহার পরিবর্তে বিএনপির শর্তগুলি বিশেষত রাজনৈতিক মামলাগুলি প্রত্যাহার কিংবা স্থগিত করিবার বিষয় লইয়াই আলোচনার টেবিলে বসিলে ক্ষতি কী?
২০২১ সালের সেপ্টেম্বর মাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলোচ্য সংলাপে বসিবার জন্য চারটি শর্তের কথা প্রথম উত্থাপন করিয়াছিলেন। উত্থাপিত চার শর্তের মধ্যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তি ব্যতীত বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত ‘রাজনৈতিক’ মামলগুলিও প্রত্যাহারের দাবি ছিল। উহার পরে বিএনপির শীর্ষস্থানীয় অন্য নেতারাও মামলাগুলি প্রত্যাহারের দাবি জানাইয়া আসিয়াছেন। সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যমেও ‘গায়েবি’ মামলা লইয়া প্রতিবেদন প্রকাশ হইয়াছে। কিন্তু ঐরূপ মামলার সংখ্যা বাড়িয়াছে বৈ কমে নাই।
- ট্যাগ:
- মতামত
- স্থগিত
- রাজনৈতিক মামলা