ফার্মগেট এখন মেট্রোপলিটন ট্রাফিকের বড় উদ্বেগ

বণিক বার্তা প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩, ০৯:২৪

ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেট। রাজধানীর বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারীদের এ মোড় ব্যবহার করতে হয়। আবার এলাকাটিও গড়ে উঠেছে বাণিজ্যিক ও আবাসিক এলাকার সমন্বয়ে। মানুষ ও যানবাহনের চলাচল বেশি হওয়ায় এখানে যানজটও বেশি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের তথ্য বলছে, গত ২ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর পর থেকে এখান দিয়ে প্রতিদিন চলাচলকারী যানবাহনের সংখ্যার সঙ্গে নতুন করে আরো পাঁচ হাজার যুক্ত হয়েছে। আগামী ২৯ অক্টোবর মেট্রোরেলের ফার্মগেট স্টেশন চালু হলে এখান দিয়ে আরো প্রায় ৫০ হাজার মানুষের চলাচল বাড়বে। 


যানবাহন ও জনসমাগম বাড়লেও ফার্মগেটের সড়ক অবকাঠামোর উন্নয়ন হয়নি। উল্টো প্রকৌশলগত ত্রুটির কারণে সংকুচিত হয়ে পড়েছে সড়ক ও মানুষের চলার পথ। এ পরিস্থিতিতে স্টেশনটি চালুর পর ফার্মগেটে যানজট আরো তীব্র আকার ধারণ করবে বলে আশঙ্কা করছে রাজধানীর ট্রাফিক বিভাগ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও