১৫ বছরে ‘৯০ হাজার কোটি টাকা’ লুট করেছে ক্ষমতাসীনরা: ফখরুল
আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে ব্যাংকিং খাতে ‘চরম অব্যবস্থাপনা, লাগামহীন দুর্নীতি ও অর্থ পাচারে’ দেশের অর্থনীতি ‘ফোকলা’ হয়ে গেছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে ১৫ বছরের ‘অর্থনীতির অবস্থা’ তুলে ধরে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন।
তিনি বলেন, “প্রকৃতপক্ষে পুরো সম্পদকে তারা লুট করে নিয়ে চলে গেছে। সেই সম্পদকে বিদেশে নিয়েছে। বিভিন্ন পত্রিকা ও অন্যান্য নির্ভরযোগ্য সূত্র মারফত আমাদের জানা মতে, ২০০৯ সাল থেকে ২০২৩ সালের গতকাল (১২ অক্টোবর) পর্যন্ত ব্যাংকিং ও অন্যান্য খাত থেকে প্রায় ৯০ হাজার কোটি টাকা লুট করেছে, একেবারে লুট।”
মির্জা ফখরুলের দাবি, নতুন বিনিয়োগ না হওয়ায় নতুন কর্মসংস্থানও সৃষ্টি হয়নি। ফলে যারা দরিদ্র, তারা দরিদ্রই থেকে যাচ্ছে। আয় বৈষম্য দিনে দিনে বাড়ছে।
“এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে, এখন একটা পয়েন্ট অব নো রিটার্নে গিয়ে দাড়িয়েছে। যার ফলে সিপিডি বলছে, এখানে দুইটা সোসাইটি তৈরি হয়ে গেছে। একটা হচ্ছে খুবই বড়লোক শ্রেণি, যারা বিদেশে যায়, পোশাক-আশাক, দামী গাড়ি বিএমডব্লিউ, মার্সিডিজ এগুলো চড়ছে।