কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


শুভ জন্মদিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় একটি আবেগের নাম। একটি সফল আন্দোলনের ফসল। একটি বৃহৎ স্বপ্নের বীজতলা। বিশ্ববিদ্যালয়টির জন্ম খানিকটা রূপকথার মতো।

২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করে। নাম রাখা হয় রংপুর বিশ্ববিদ্যালয়। সংসদের অবর্তমানে অর্ডিন্যান্সের ওপর ভর করে শুরু হয় যাত্রা। পরে রংপুর বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্সটি সংসদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ২০০৯ আইন নামে পাস হয়। কার্যকর হয় ১২ অক্টোবর ২০০৮ থেকে। 

১৪ বছর আগে, শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়-রংপুরের পরিত্যক্ত দুটি ভবনের ময়লার স্তূপ সরিয়ে শুরু হয় বেরোবির পথচলা। ক্লাস শুরু হয় ৪ এপ্রিল ২০০৯। ১২ জন শিক্ষক ও ৩০০ জন শিক্ষার্থী নিয়ে পথ চলতে শুরু করে উত্তরের উচ্চশিক্ষার এই বাতিঘর। ইতিহাস বলছে, বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান দুটি ছোট্ট কাঠের টেবিল জোড়া দিয়ে শুরু করেছিলেন তাঁর দাপ্তরিক কাজ। অতীতের সেই জীর্ণতার কথা ভাবলে আজকের প্রাপ্তির খাতা একেবারে শূন্য নয়, বরং অনেক। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন