কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে দুজনকে গুলি করে হত্যা

বিডি নিউজ ২৪ উখিয়া ক্যাম্প, কক্সবাজার প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৩, ১২:৪৭

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


সোমবার ভোররাতে উপজেলার কুতুপালং ২-ইস্ট ক্যাম্পের বি-ব্লকে এবং বালুখালী ৭ নম্বর ক্যাম্পের এ-৮ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।


নিহতরা হলেন- বালুখালী ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-২ ব্লকের মৃত মীর আহমদের ছেলে ছানা উল্লাহ (২৭) এবং একই ক্যাম্পের জি-ব্লকের আব্দুল গফুরের ছেলে আহম্মদ হোসেন (২৭)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ভোর রাত ৪টায় কুতুপালং ক্যাম্পের মাহমুদুল হকের বসতঘরের সামনে একদল দুর্বৃত্ত ছানা উল্লাহকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।


অপরদিকে ভোররাত ৩টায় বালুখালী ক্যাম্পের আলী জোহারের চায়ের দোকানের সামনে দুর্বৃত্তরা আহম্মদ হোসেনকে গুলি করে হত্যার পর পালিয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও