You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশের ‘আজব কারখানা’র ফ্রান্স যাত্রা

ফ্রান্সের প্যারিস ও তুলুসে দুটি চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের সিনেমা ‘আজব কারখানা’। গতকাল প্যারিসে সিনেমা ল্যঁ লিংকনে গঁজ স্যুর সেইন ফেস্টিভ্যালে ছবিটির প্রদর্শনীতে অংশ নেন প্রযোজক সামিয়া জামান। 

চলতি মাসে তুলুসেও দেখানো হবে এটি। শবনম ফেরদৌসী পরিচালিত ‘আজব কারখানা’ ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিপরেসি অ্যাওয়ার্ড অর্জন করে। শ্রীলঙ্কার অষ্টম জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও বেস্ট ডেব্যু সম্মান পেয়েছে ছবিটি।

এ ছাড়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে ‘আজব কারখানা’। এর মধ্যে ভারতের কলকাতা, পুনে, বেঙ্গালুরু ও নাগপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সুইজারল্যান্ডের ফিফগ, উত্তর আমেরিকার তাসভীর এবং থার্ড আই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, লন্ডনের রেইনবো অন্যতম। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন