কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অ্যাঞ্জেলিনা জোলি বললেন, এক দশক ধরে নিজেকে খুঁজে পাইনি

প্রথম আলো প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৩, ১৭:০০

বেশ কয়েক বছর পর ‘ভোগ’-এর প্রচ্ছদে দেখা মিলল অস্কারজয়ী হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির। তাঁর নামের আগে কত–না বিশেষণ বসাতে হয়! অভিনেত্রী তো বটেই; প্রযোজক, পরিচালক, জাতিসংঘের শরণার্থী সংস্থার সাবেক শুভেচ্ছাদূত ও ফ্যাশন উদ্যোক্তা হিসেবেও তিনি সুপরিচিত। সর্বশেষ পরিচয়ে পরিচিত করাতেই ‘ভোগ’ তাঁকে প্রচ্ছদকন্যা বানাল। ‘ভোগ’-এর ছবিগুলো তোলা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ৫৭ গ্রেট জোনস স্ট্রিটের একটি আর্ট গ্যালারিতে। অবশ্য এখন আর সেটি শিল্পপ্রদর্শনীর স্থান নয়, বরং সেখানে এখন চলবে ফ্যাশনের বিকিকিনি। নাম ‘আটোলিয়ে জোলি’। অ্যাঞ্জেলিনা জোলির নয়া ফ্যাশন হাউস।

‘আটোলিয়ে জোলি’ নামের ফ্যাশন হাউস নিয়ে এসেছেন অ্যাঞ্জেলিনা জোলিছবি: ‘ভোগ’–এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
জোলি জানান, তিনি নাকি হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়ার বেলায় ওস্তাদ। জীবনের অসংখ্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নিয়েছেন ঝোঁকের বশে। তাঁর ১৮ বছর বয়সী কন্যা শিলোহ আবার উল্টো। ভেবেচিন্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেয় সে। তবে বিপরীত চরিত্রের মা-মেয়ে দুজনেরই যখন এক দেখায় নতুন ফ্যাশন হাউসের প্রথম আউটলেট হিসেবে জায়গাটি মনে ধরল, জোলি বুঝলেন, তিনি যা খুঁজছিলেন, পেয়েছেন। জোলি বলেন, ‘দীর্ঘ ক্যারিয়ারে বিশ্বের নানা প্রান্তের ফ্যাশন ডিজাইনারদের সঙ্গে আমার পরিচয় হয়েছে। আমি চাই, তাঁরা যেন তাঁদের সম্ভাবনা বিকশিত করে জীবনে এগিয়ে যান। আমি কোনো ফ্যাশন ডিজাইনার বা উদ্যোক্তা হতে চাই না। আমি চাই, আমার একটা বাড়ি থাকবে, সেই বাড়ি এই মেধাবী-পরিশ্রমী মানুষদের যথাযথ স্থানে পৌঁছে দেবে। আমি চাই, বড় ফ্যাশন ডিজাইনার আর ফ্যাশন উদ্যোক্তাদের পাশে এই তরুণদের নাম যুক্ত হোক।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত