কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাজার ব্যবস্থাপনায় নৈরাজ্য চলছে

www.ajkerpatrika.com ড. সেলিম রায়হান প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৩, ১০:৫৬

ড. সেলিম রায়হান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক। বেসরকারি গবেষণা সংস্থা ‘সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)’-এর নির্বাহী পরিচালক। মূল্যস্ফীতি বাড়ার কারণ, জনমানুষের জীবনযাপনে এর প্রতিক্রিয়া এবং সমাধানের উপায় নিয়ে তাঁর সঙ্গে আজকের পত্রিকার মাসুদ রানা কথা বলেছেন।


আজকের পত্রিকা: মূল্যস্ফীতি এখন প্রায় এক যুগের মধ্যে সর্বোচ্চ। এর কারণ কী?


সেলিম রায়হান: উচ্চ মূল্যস্ফীতিটা আমরা লম্বা সময় ধরে দেখছি। গত বছরের প্রথম দিক থেকে এটা শুরু হয়েছে। রপরধারাবাহিকভাবে চলছে। এখন যে জায়গায় এটা দাঁড়িয়েছে, এক যুগের মধ্যে সর্বোচ্চ।আমি মনে করি, মূল্যস্ফীতি কমানোর জন্য যেসব পদক্ষেপ নেওয়া উচিত ছিল, যে সময়ে যে উদ্যোগগুলো নেওয়া দরকার ছিল, যথাসময়ে সেই উদ্যোগ না নেওয়ার ফল আমরা আজ দেখতে পাচ্ছি। তবে এটা ঠিক, মূল্যস্ফীতির ট্রিগার যদি আমরা বলি অবশ্যই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সামগ্রিকভাবে একটা প্রভাব ফেলেছিল। কিন্তু এত দিন পর এসে মূল্যস্ফীতির জন্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে দায়ী করলে আমার মনে হয় ব্যাপারটা যৌক্তিক হবে না। এরপর দুই দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। আমরা জানি, জ্বালানি তেল দেশের অর্থনীতিতে মোটামুটি সব খাতেই ব্যবহৃত হয়। যখন জ্বালানি তেলের দাম বেড়ে যায়,  তখন অন্য খাতেও দাম বাড়াতে বড় ভূমিকা রাখে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও