
পুলিশ দেখে জুয়ার আসর থেকে দৌড়, ছয় দিন পর ‘কঙ্কাল’ উদ্ধার
পুলিশ আসার খবরে জুয়ার আসর থেকে দিগ্বিদিক ছুটে পালিয়েছিলেন পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের জিয়াউর রহমান (৪৭)। গত শনিবারের ওই ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। ঘটনার ছয় দিন পর বুধবার রাতে উপজেলার যমুনার চর এলাকার আগবাগশোয়া গ্রামের একটি খাল থেকে তাঁর ‘কঙ্কাল’ উদ্ধার করে পুলিশ। ওই জায়গায় জুয়ার আসরটি বসেছিল।
জিয়াউরের স্বজনদের দাবি, পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে। তাঁর কাছে এক্সকাভেটর মেশিন (ভেকু) বিক্রির ৮ থেকে ৯ লাখ টাকা ছিল। ওই টাকার জন্য তাঁকে হত্যা করা হতে পারে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- লাশ উদ্ধার
- মরদেহ উদ্ধার