চুল সোজা করুন প্রাকৃতিক উপায়ে
অনেকেই স্ট্রেট চুল পছন্দ করেন। তবে জন্মসূত্রে সবার চুল সোজা হয় না। খুব সহজে স্ট্রেট চুল পাওয়ার উপায় হল স্ট্রেটনিং আয়রন ব্যবহার করা। কিন্তু দিনের পর দিন আয়রন ব্যবহার করলে চুলের ভীষণ ক্ষতি হয়ে যায়। তা ছাড়া শুধু আয়রন করলে চুল সাময়িক স্ট্রেট হয়। একমাত্র কেমিক্যাল ট্রিটমেন্ট করালে চুল পাকাপাকিভাবে সোজা হয়, কিন্তু এতে চুলের বেশ ক্ষতিও হয়।
এ কারণে চুল স্টেট করতে চাইলে প্রাকৃতিক কিছু পদ্ধতি বেছে নিতে পারেন। এতে চুল সোজাও থাকবে, সুন্দরও থাকবে। যেমন-
ভেজা চুল আঁচড়ান মোটা দাঁড়ার চিরুনি দিয়ে : এমনিতে ভেজা চুল মোটেও ব্রাশ করা উচিত নয়, এতে গোছা গোছা চুল উঠে যেতে পারে। এ কারণে ব্রাশের বদলে মোটা দাঁড়ার কাঠের চিরুনি বেছে নিন। এমন চিরুনি দিয়ে চুল আঁচড়ালে জট ছাড়়িয়ে নিতে পারবেন, চুল স্ট্রেট দেখাবে। এজন্য প্রথমে নিয়ম অনুযায়ী চুল শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে ভালো করে ধুয়ে নিন। তারপর তোয়ালে বা সুতির গেঞ্জি দিয়ে চুল চেপে চেপে মুছে বাড়তি পানিটুকু শুষে নিন। ভেজা চুলটা ছোট ছোট কয়েকটা ভাগে ভাগ করুন। এক একটা ভাগ নিয়ে মোটা দাঁড়ার চিরুনি দিয়ে ধীরে ধীরে আঁচড়ান। এতে চুল স্ট্রেট আর পরিচ্ছন্ন দেখাবে। পাঁচ মিনিট অপেক্ষা করুন, তারপর আবার আঁচড়াতে থাকুন। যতক্ষণ না চুল পুরো শুকনো হচ্ছে, এভাবে আঁচড়াতে হবে।