
বিশ্বকাপ খেলা হচ্ছে না অস্ট্রেলিয়া স্পিনারের
আসন্ন ওয়ানডে বিশ্বকাপে উপমহাদেশের কন্ডিশনে বাইরের দেশগুলোর বড় ভাবনার বিষয় স্পিন বোলিং। ভারতের মাটিতে ত্রয়োদশ বিশ্বকাপ আসরের পর্দা উঠছে আগামী ৫ অক্টোবর। তার আগে বেশ কয়েকটি দল স্কোয়াডে থাকা ক্রিকেটারদের পাওয়া নিয়ে শঙ্কায় পড়েছে। স্কোয়াড থেকে এবার পুরোপুরি ছিটকে গেছেন অজি স্পিনার অ্যাশটন অ্যাগার। তার পরিবর্তে বিশ্বকাপ দলে ঢুকতে পারেন মারনাস লাবুশেন অথবা তানভীর সাংহা।
অবশ্য এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে চতুর্থ ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় হাতে আঘাত পান ট্রাভিস হেড। সেই চোটের কারণে তিনি বিশ্বকাপের শুরুর কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না। তার জায়গায় লাবুশেনের দলে অন্তর্ভূক্ত হওয়ার গুঞ্জন ছিল। যদিও এখন পর্যন্ত সেই সিদ্ধান্ত আসেনি। এমনকি অ্যাগারের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার বিষয়টিও নিশ্চিত করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ ও অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম কোড স্পোর্টস এ খবর দিয়েছে। অস্ট্রেলিয়ার আরও দুই সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস ও নিউজ ডটকম ডট এইউ প্রতিবেদন করেছে তাদের বরাত দিয়ে।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট
- বিশ্বকাপ ক্রিকেট
- অস্ট্রেলিয়া