কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যত উন্নতি হবে তত বাড়বে বৈষম্য

দৈনিক আমাদের সময় সিরাজুল ইসলাম চৌধুরী প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৬

অস্বাভাবিক মৃত্যু তো বাংলাদেশে এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। প্রতিঘণ্টায় মানুষ মারা যাচ্ছে। বলা যায় হত্যা করা হচ্ছে। উৎপাদনের প্রয়োজনেই কারখানায় শ্রমিকদের নিরাপদে থাকার কথা। কিন্তু সেখানেই দেখা যাচ্ছে তারা সবচেয়ে বেশি অনিরাপদ। এক রাতে কারখানায় দালান ভেঙে অন্তত এক হাজার একশ মানুষ মারা যায়।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওটি বিরোধী দলের কাজ। বাংলাদেশ এখন অনেক দিক দিয়েই বিশ্ব চ্যাম্পিয়ন। শিল্প-কারখানায় শ্রমিক হত্যার ব্যাপারেও ইতোমধ্যে সে চ্যাম্পিয়ানশিপ পেয়ে গেছে। ওই স্থানে অটল না রয়ে যায়, সেটিই যা আশঙ্কা। আশঙ্কাটা সত্য প্রমাণিত হতে পারে। কেননা কোথাও তো জবাবদিহিতার কোনো দায় নেই। এ দেশে গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয়ে যায় ভোটারদের সম্মতি না নিয়েই। বিচারের বাণী কাঁদতে কাঁদতে শুকিয়ে মরে। সাগর-রুনি হত্যাকাণ্ডের কিনারা হয় না। ত্বকী হত্যার আসল আসামি ধরা পড়েও অধরা রয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও