You have reached your daily news limit

Please log in to continue


পাঁচ বছরেও চূড়ান্ত হয়নি ডোপ টেস্ট বিধিমালা

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে অন্যতম প্রধান কারণ হিসেবে ধরা হয় মাদক সেবন ও মাদক পাচারকে। যে কারণে মাদকের ব্যবহার কমিয়ে আনতে ও ব্যবহার বন্ধে বিভিন্ন সময় বিভিন্ন কর্তৃপক্ষ নানা পদক্ষেপ নিয়ে থাকে। যার একটি ডোপ টেস্ট বা ড্রাগ টেস্ট। সব ক্ষেত্রে এ কার্যক্রম দ্রুত বাস্তবায়ন দরকার বলে মনে করছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন অব্যাহত রাখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। এ নিয়ে ২০১৮ সালে আইন হলেও এখনও বিধিমালা চূড়ান্ত হয়নি।

সূত্র জানায়, মাদকাসক্ত ব্যক্তি শনাক্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর থেকে একটি প্রকল্প হাতে নেওয়ার প্রস্তাব দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। ‘আটটি বিভাগীয় শহরে এবং ১২টি জেলায় মাদকাসক্ত শনাক্তকরণ পরীক্ষা (ডোপ টেস্ট) প্রবর্তন’ নামের প্রকল্প বাস্তবায়ন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গত সপ্তাহে বৈঠকে বসেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে গত বছরের ডিসেম্বরে দ্বিতীয় দফায় প্রকল্প মুল্যায়ণ কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন