নতুনদের নিয়ে কেউ কাজ করতে চায় না
দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক হৃদয় খান। কিশোর বয়স থেকেই গানের প্রতি এ আগ্রহ। অডিওর পাশাপাশি সিনেমায়ও গান করেন এ শিল্পী। বর্তমান ব্যস্ততা এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।
সম্প্রতি আপনার নতুন গান প্রকাশিত হয়েছে। কেমন সাড়া পাচ্ছেন?
** ভালো। এখন ডিজিটাল প্ল্যাটফর্মে গান প্রকাশ হওয়ার একটা সুবিধা আছে। শ্রোতাদের গান কেমন লাগছে তা খুব দ্রুত বোঝা যায়। সে হিসাবে বেশ ভালো প্রতিক্রিয়া পাচ্ছি।
* এখন তো সব কিছু ডিজিটাল প্ল্যাটফরম বা সোশ্যাল মিডিয়াকেন্দ্রিক। গানের ক্ষেত্রে এ বিষয়টা আপনি কীভাবে দেখছেন?
** এটা অবশ্যই একটা ভালো দিক। শিল্পী তো বটেই, একই সঙ্গে শ্রোতাদের জন্যও। আগে একটা গানের অ্যালবামে দশ থেকে বারোটা গান দিতে হতো। পুরো একটা অ্যালবাম শেষ করতে প্রায় চার থেকে পাঁচ মাস সময় লেগে যেত। কিন্তু এখন দেখছি বেশির ভাগ শিল্পী বা কম্পোজার প্রতিমাসেই গান প্রকাশ করছেন। এতে যেমন আমরা মনোযোগ দিয়ে গান তৈরি করতে পারছি, শ্রোতারা অনেক গানের ভিড়ে হারিয়ে যাচ্ছেন না
- ট্যাগ:
- বিনোদন
- নতুন গান
- তারকার জীবন
- হৃদয় খান