জলখাবারের টেবিল থেকে যে টুকটাক আলাপচারিতা শুরু হয়েছিল তা যেন পূর্ণতা পেল। নতুন জীবনের পথে যাত্রাশুরু, সারা জীবন একসঙ্গে পথচলা শুরু করলেন বলি অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির সাংসদ রাঘব চড্ডা। সোমবার সমাজমাধ্যমে নিজেদের বিয়ের ছবি পোস্ট করে নতুন জীবন শুরু করলেন তাঁরা।
রবিবার রাজস্থানের উদয়পুরে লেক পিচোলার ধারে চারহাত এক হল পরিণীতি এবং রাঘবের। জীবনের নতুন অধ্যায়ের সূচনার পথে অভিনেত্রী, কিন্তু সমাজমাধ্যমে কোনও ছবি নেই। নবদম্পতিকে বিয়ের সাজে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনুরাগীরা। অবশেষে বিয়ের পরের দিন সমাজমাধ্যমে নিজেই বিয়ের ছবি পোস্ট করলেন পরিণীতি।