
মোরাতার জোড়া গোলে রিয়ালকে হারালো অ্যাটলেটিকো
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪০
রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিলো অ্যাটলেটিকো মাদ্রিদ। রবিবার লা লিগায় মাদ্রিদ ডার্বিতে তারা জিতলো ৩-১ গোলে। নগরপ্রতিদ্বন্দ্বীর জাল দুইবার কাঁপিয়ে জয়ের নায়ক আলভারো মোরাতা।
চতুর্থ মিনিটে মেত্রোপলিতানো স্টেডিয়ামের দর্শকদের উল্লাসে ভাসান মোরাতা। স্যামুয়েল লিনোর ক্রস থেকে উঁচুতে লাফিয়ে হেড করেন স্প্যানিশ তারকা। ১৮তম মিনিটে সাউল নিগুয়েজের ক্রস থেকে আরেকটি হেডে স্বাগতিকদের ব্যবধান বাড়ান আন্তোয়ান গ্রিয়েজম্যান।
- ট্যাগ:
- খেলা
- স্প্যানিশ লা লিগা