স্প্যাম থেকে সুরক্ষায় পরিবর্তন আনছে গুগল ভয়েস
বণিক বার্তা
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩২
গুগলের পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে স্প্যাম মেসেজ বেশ অসুবিধা তৈরি করে। শিগগিরই এ যন্ত্রণা থেকে মুক্তি মিলবে ব্যবহারকারীদের। বিরক্তিকর এসব মেসেজ থেকে সুরক্ষা দিতে গুগল ভয়েসের নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্টটি। এর পরিপ্রেক্ষিতে স্প্যাম মেসেজ সহজে শনাক্ত করা যাবে। খবর গিজমোচায়না।
নাইনটুফাইভগুগল প্রথম এ আপডেটের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। অ্যান্ড্রয়েড ও আইওএস দুই প্লাটফর্ম ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করা হয়েছে। গুগল ভয়েসের নতুন এ ফিচার স্বয়ংক্রিয়ভাবে স্প্যাম মেসেজ শনাক্ত করে থাকে। যদি কোনো মেসেজ এ ক্যাটাগরিতে পড়ে তাহলে সেটির প্রোফাইলে লাল রঙের আশ্চর্যজনক চিহ্ন থাকবে। পাশাপাশি সাসপেক্টেড স্প্যাম লেখাসহ মেসেজ শুরু হবে।