বসকে ভুলেও এই সাতটি কথা বলবেন না
সব কথা সবার জন্য নয়। আর এই সাত বিষয় বসের জন্য নয়। দ্য মিউজ ও হ্যাক স্পিরিট অনুসারে জেনে নেওয়া যাক, কোন সাতটি বিষয় ভুলেও বসের সঙ্গে শেয়ার করা যাবে না।
১. আপনার বিকল্প আয়ের পথ
একটা নির্দিষ্ট সময় পর প্রতিটা মানুষের বিকল্প আয়ের পথ থাকা উচিত। মহামারিকালে এই সত্য আরও বেশি করে ধরা দিয়েছে। আপনার পেশার পাশাপাশি কোনো শখ যদি হয় বাড়তি আয়ের উৎস, তাহলে তো সেরা। তবে এ কথা যেন কোনোভাবে বসের কানে না যায়। গেলেই সমস্যা। কী সমস্যা, তা নিশ্চয় আর ভেঙে বলতে হবে না!
২. আগের চাকরি কেন ছেড়েছেন, তার সত্য কারণ
অনেক কারণেই আপনি আগের চাকরিটা ছেড়ে দিতে পারেন। এর মধ্যে বেশির ভাগ কারণই বর্তমান বসকে বলাটা ঠিক হবে না। যেমন আগের চাকরিতে হয়তো একটু বেশিই পরিশ্রম করতে হতো, আর সেই তুলনায় বেতনটা ছিল যৎসামান্য। কী দরকার, অযথা ঝামেলায় জড়ানোর।
৩. চাকরিটা আপনি শিগগিরই ছেড়ে দেবেন
আগে সবকিছু ঠিকঠাক হোক, নিয়োগপত্র পান, তারপর না হয় আস্তেধীরে বর্তমান বসকে জানান যে চাকরিটা আপনি ছাড়তে চলেছেন। আগেভাগে বললে কাজের চাপও বেড়ে যেতে পারে, বসের আচরণও বদলে যেতে পারে, শেষ মাসের বেতন আর অন্যান্য সুবিধা নিয়েও ঝামেলায় পড়তে পারেন।
- ট্যাগ:
- লাইফ
- ভুল কাজ
- তথ্য শেয়ার