সরকার খালেদা জিয়াকে বন্দি রেখে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে: মির্জা ফখরুল
ডেইলি স্টার
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫৫
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা 'সংকটজনক' জানিয়ে দ্রুত তাকে বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরায় বিএনপির সমাবেশে তিনি এ দাবি জানান।
তিনি বলেন, 'আজ যখন তার (খালেদা জিয়া) জীবন-মরণ সমস্যা, তখন তাকে আটকে রাখা হয়েছে। বেগম খালেদা জিয়া শুধু একজন বন্দি নন, এদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক নম্বর নেত্রী। কারাগারে থেকেও অসুস্থাবস্থায় এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। নেত্রীকে আজ তারা বন্দি রেখে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।'
মির্জা ফখরুল বলেন, 'পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রীর যদি সুচিকিৎসা না হয়, তাকে যদি বিদেশে পাঠানো না হয়, তার অবস্থা আরও অবনতির দিকে যেতে পারে।'
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে