
অ্যালিয়াঞ্জ অ্যারিনায় সাত গোলের থ্রিলার জিতলো বায়ার্ন
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪০
ইউরোপিয়ান ফুটবলের নিয়মিত খোঁজ রাখেন এমন ভক্তদের কাছে অ্যালিয়াঞ্জ অ্যারিনার মাহাত্ম্য অন্যরকম। ইউরোপিয়ান ফুটবলের কসাইখানা কিংবা বধ্যভূমি হিসেবেও পরিচিতি আছে এই মাঠের। বড় বড় দলগুলো বায়ার্ন মিউনিখের এই মাঠে বহুবার লজ্জাজনক হার দেখেছে। ম্যানচেস্টার ইউনাইটেডও ছিল সেই কক্ষপথেই। ২-০ গোলে পিছিয়ে পড়া দলটা যেতে পারতো আরও বাজে অবস্থানে।
তবে ইউনাইটেড হাল ছাড়েনি। কামব্যাকের চেষ্টা করেছে। কিন্তু নিজেদের গোলরক্ষক আন্দ্রে ওনানার ভুলে সেই অধরা কামব্যাক আর করা হয়নি তাদের। সাত গোলের থ্রিলার ম্যাচটা বায়ার্ন মিউনিখ জিতেছে ৪-৩ গোলে। ১৯৯৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর আরও একবার দুই দলের মাঝে দেখা গেল ক্লাসিক ফুটবলের লড়াই।
- ট্যাগ:
- খেলা
- চ্যাম্পিয়ন্স লিগ