অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মতপ্রকাশের স্বাধীনতায় জোর যুক্তরাষ্ট্রের
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৪৭
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই শীর্ষ ব্যক্তির সঙ্গে নিউইয়র্কে অনুষ্ঠিত আলাদা বৈঠকে যুক্তরাষ্ট্র অবাধ, সুষ্ঠু নির্বাচন ও মতপ্রকাশের স্বাধীনতায় আবারও জোর দিয়েছে। সোমবার জাতিসংঘ সদর দপ্তরে বৈঠক দুটি অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে আলাপ করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্সিলর ডেরেক শোলে।
শোলে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচন প্রসঙ্গে আলাপ করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়।