পিটার হাস ডাকলে নেতারা একসঙ্গে হন নিজেরা কেন নয়
নির্বাচনী-সংকট কাটাতে আওয়ামী লীগের নেতাদের বিএনপির সঙ্গে বৈঠকে বসতে বললে তাঁরা উষ্মা প্রকাশ করে বলেন, বিএনপির সঙ্গে আবার কথা কী? নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, কে আসল, কে আসল না দেখার দায়িত্ব আমাদের নয়।
আবার বিএনপির নেতাদেরও আলোচনার কথা বললে, তাঁরাও প্রায় একই সুরে কথা বলেন। আওয়ামী লীগকে পদত্যাগ করেই আলোচনায় বসতে হবে।
দুই দলের এই বিপরীত অবস্থান দেখে মনে হতে পারে তাদের মধ্যে কথাবার্তা বোধহয় পুরোপুরি বন্ধ। কিন্তু বাস্তবতা তা নয়। যখন বিদেশি রাষ্ট্রদূত বা উন্নয়ন সহযোগীরা ডাকেন, তাঁরা সহাস্য বদনে সেখানে যান, কথা বলেন এবং শোনেনও।
- ট্যাগ:
- মতামত
- রাজনীতি
- সাম্প্রতিক রাজনীতি
- রাজনীতিবিদ